জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


1) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
A) টারটারিক অ্যাসিড
B) ল্যাকটিক অ্যাসিড
C) সাইট্রিক অ্যাসিড
D) ম্যালিক অ্যাসিড

2) কোনো কারণে কোশের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলে—
A) হেলাকোশ
B) মেটাপ্লাসিয়া
C) হাইপারপ্লাসিয়া
D) কোনটাই নয়

3) হৃৎপিণ্ডে তড়িৎবিভব পরিমাপের যন্ত্র হল—
A) ইলেকট্রোকার্ডিওগ্রাম
B) এনসেফালোগ্রাম
C) ইলেকট্রোকার্ডিওগ্রাফি
D) এনসেফালোগ্রাম

4) ব্যাকটিরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন?
A) লেডারবার্গ ও জীনডার
B) আভেরী
C) ম্যাকলিওড
D) ম্যাক্কার্টি

5) মানব শরীরে সর্ববৃহৎ গ্রন্থি হল—
A) হৃদয়
B) যকৃত
C) বৃক্ক
D) মস্তিষ্ক

6) জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে—
A) কমপোস্টিং
B) কন্ডিশনিং
C) ক্লিনজিং
D) রিসাইক্লিং

7) যে উদ্ভিদে কাণ্ডের অন্তর্গঠন দেখা যায় তার হয়
A) C3 আবর্ত
B) C4 আবর্ত
C) C2 আবর্ত
D) C3এবং C4 আবর্ত

8) ফিতা কৃমির মাথাকে বলা হয়—
A) প্রোগ্লটিড্‌
B) স্কোলেক্স
C) আইস্পট
D) ফ্যারিন্‌ক্স

9) অনিয়ন্ত্রিত কোশগুচ্ছের বিভাজনকে বলে—
A) হাইপারট্রফি
B) হাইপারপ্লাসিয়া
C) মেটাপ্লাসিয়া
D) ক্যানসার কোশ

10) আক্কেল দাঁত কখন তৈরি হয়?
A) 12-15 বয়সে
B) 17-30 বয়সে
C) 34-40 বয়সে
D) 40-45 বয়সে

11) একটি পিপড়ে তার চারপাশের সমস্ত বস্তুকে দেখতে পারে কীসের জন্য?
A) সরল চোখের জন্য
B) মাথার ওপরে থাকা চোখের জন্য
C) সুগঠিত চোখের জন্য
D) যৌগিক চোখের জন্য

12) উদ্ভিদ-কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হল
A) সেলুলোজ
B) সুক্রোজ
C) স্টার্চ
D) লিগনিন

13) নিচে দেওয়া কোনটি একটি জৈবিক বায়োফার্টিলাইজার ?
A) ভারমিকোপোস্ট
B) ফসফেট
C) পটাশ
D) ইউরিয়া

14) অতিরিক্ত মাত্রায় মদ্যপান করলে তা মানব শরীরের কোন অংশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করে ?
A) যকৃৎ
B) বৃক্ক
C) ফুসফুস
D) হৃদপিন্ড

15) চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় ?
A) কর্নিয়া
B) লেন্স
C) রেটিনা
D) সম্পূর্ণ চোখ

16) কাইনেটিক এনার্জি-এর কোন্ পরিবর্তনে দেহের প্রচলন বেগ দ্বিগুণ হয়?
A) অর্ধেক
B) দ্বিগুণ
C) এক-চতুর্থাংশ
D) চতুগুণ

17) যদি মাছের লেজ রবার দিয়ে বেঁধে দেওয়া যায়, তবে কীসের সঙ্গে যোগাযোগ থাকবে না?
A) শ্বাসকার্য চালাবার
B) দূরত্ব রাখার
C) সাঁতার কাটার
D) পাকযন্ত্রের সাথে

18) Yeast একটি গুরুত্বপুর্ণ উৎস হচ্ছে:
A) ভিটামিন B
B) ইনভারটেজ
C) ভিটামিন C
D) প্রোটিন

19) ‘এপিডারমাল’ দ্বারা কোন প্রাণীর দেহের ত্বক আচ্ছাদিত থাকে
A) মানুষ
B) গিরগিটি
C) ব্যাঙ
D) চিংড়ি

20) আদর্শ ক্যানসার কোশের নিদর্শন হল—
A) মেলা কোশ
B) হেলা কোশ
C) ভেলা কোশ
D) কলা কোশ